পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা West Bengal Student Credit Card (WBSCC) প্রকল্পটি মাধ্যমিক থেকে পোষ্ট-গ্র্যাজুয়েট স্তরের ছাত্রছাত্রীদের আর্থিক বাধা মুক্ত হয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নপূরণের লক্ষ্যে উদ্ভাবিত একটি উদ্ভাবনী উদ্যোগ।
এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা সর্বোচ্চ ₹১০,০০,০০০ পর্যন্ত ঋণ সুবিধা পেতে পারে, যা টিউশন ফি, লাইব্রেরি ফি, বই-কিরণ এবং অন্যান্য শিক্ষাগত খরচ নির্বিঘ্নে বহন করে। আবেদন করতে কোনও জামানত বা নিরাপত্তা প্রয়োজন হয় না; মাতাপিতার বা অভিভাবকের কো-অব্লিগেশনই যথেষ্ট। ঋণের ওপর মাত্র ৪% সরল সুদ ধার্য রয়েছে, এবং পড়াশোনা চলাকালীন অতিরিক্ত ১% সুদছাড় প্রযোজ্য।

প্রথম ₹৪,০০,০০০ পর্যন্ত মার্জিন মানি ছাড়া বরাদ্দ করা হয়; এর বেশি ঋণের জন্য ৫% মার্জিন মানি প্রযোজ্য। আবেদনকারীর বয়স ১৫–৪০ বছর এবং আবেদনকারী বা তার পরিবারের পশ্চিমবঙ্গে অন্তত দশ বছর নিবাস থাকতে হবে। ঋণ গ্রহীতাদের ১৫ বছরের মধ্যে পর্যায়ক্রমিক মেয়াদে শোধ করতে হয়, যা চাকরি গ্রহণের পর শুরু হয়।
এই প্রকল্পের আওতায় ঋণ প্রদানের সুবিধা কোনাে রাজ্য সহযোগী বা জেলা কৃষি/সহযোগী ব্যাংক, অথবা যেকোনো সরকারি-বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে পাওয়া যায়। অনলাইনে আবেদন করতে https://wbscc.wb.gov.in এ গিয়ে “Student Credit Card” ট্যাব থেকে রেজিস্ট্রেশন, লগইন ও প্রয়োজনীয় দলিল আপলোড করতে হয়।

যোগ্যতা (Eligibility Of WBSCC – West Bengal Student Credit Card )
WBSCC-র জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
- আবেদনকারীর বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।
- আবেদনকারী একজন ভারতীয় নাগরিক এবং আবেদন তারিখের পূর্বে অন্তত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
- আবেদনকারীর ন্যূনতম নবম শ্রেণি (Class IX) পাস করা থাকতে হবে ।
- আবেদনকারীকে ভারতের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য ভর্তিকৃত অথবা বিদেশে উচ্চশিক্ষার জন্য নামাঙ্কিত থাকতে হবে ।
সুবিধাসমূহ (Benefits Of WBSCC – West Bengal Student Credit Card)
WBSCC-স্কীমের আওতায় শিক্ষার্থীরা নিম্নলিখিত আর্থিক সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন:
- সর্বোচ্চ ₹১০,০০,০০০ পর্যন্ত ঋণ, সম্পূর্ণরূপে কোল্যাটারাল-মুক্ত (নিঃশর্ত) disbursement সরাসরি ব্যাংক থেকে পাওয়া যায় ।
- সুদের হার: ৪% প্রতি বছর সরল সুদ, যা পশ্চিমবঙ্গ রাজ্য কৃষক সহকারী ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও জেলা সমবায় ব্যাংক এবং স্বীকৃত সরকারি/বেসরকারি ব্যাংকগুলিতে মান্য ।
- মেয়েদের জন্য অতিরিক্ত ০.৫% সুদ ছাড়, যাতে মেয়েরা ৩.৫% হারে ঋণ গ্রহণ করতে পারেন ।
- পুরুষ শিক্ষার্থীদের জন্য ১% সুদ রিবেট, যারা অধ্যয়নকালে পুরো সুদ পরিশোধ করবেন, তাদের সম্পূর্ণ সুদ পরিশোধের পর আরো ১% সুদ ছাড় প্রদান করা হবে ।
- মার্জিন মানি:
- ₹৪,০০,০০০ পর্যন্ত: শূন্য মার্জিন মানি
- ₹৪,০০,০০০–₹১০,০০,০০০০০ উপরে: ৫% মার্জিন মানি প্রযোজ্য ।
- ঋণ পরিশোধ সময়সীমা সর্বোচ্চ ১৫ বছর, যার মধ্যে পড়াশোনা চলাকালীন ১ বছরের মরাটোরিয়াম রয়েছে ।
- লাইফ ইনস্যুরেন্স কভারেজ, ঋণের সমপরিমাণ জীবন বীমা সুবিধা; প্রিমিয়াম ঋণ হিসাব থেকে কেটে নেওয়া হবে ।
- ব্যবহারযোগ্য ক্ষেত্র: টিউশন ফি, পরীক্ষার ফি, গ্রন্থাগার ফি, হোস্টেল ভাড়া, বিল্ডিং ফান্ড, অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচসহ যাবতীয় অধ্যয়নের খরচ কভার করা হয় ।
এই সুবিধাগুলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক সঙ্কট মোকাবেলায় সহায়তা করে, যাতে তারা সহজে ও ঝামেলাহীনভাবে তাদের শিক্ষাগত লক্ষ্য অর্জন করতে পারেন।
কিভাবে আবেদন করবেন (How to Apply Of WBSCC – West Bengal Student Credit Card )
WBSCC-এ আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- সরকারি ওয়েবসাইটে যান: https://wbscc.wb.gov.in/
- “Student Registration” অপশনে ক্লিক করে নাম, জন্মতারিখ, কোর্স তথ্য ও যোগাযোগের বিবরণ পূরণ করুন।
- প্রয়োজনীয় আবাসন শংসাপত্র, ভর্তি রসিদ ও আধার/পরিচয়পত্র আপলোড করুন ।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি ইউনিক Student ID তৈরি হবে, যা ভবিষ্যতে লগইন ও স্ট্যাটাস পরীক্ষা করার জন্য ব্যবহার করবেন ।
রেফারেন্স লিঙ্ক:
- WBSCC অফিসিয়াল: https://wbscc.wb.gov.in/
ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া (Step-by-Step Guide to Apply for WBSCC . PDF )
ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া | Step-by-Step Guide to Apply for WBSCC . VIDEO :
West Bengal Student Credit Card (WBSCC) – ৫০টি সাধারণ প্রশ্নোত্তর
- WBSCC কী?
WBSCC-র মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা ৪% বার্ষিক সুদে সর্বোচ্চ ₹১০ লক্ষ ঋণ পেতে পারে । - আবেদন করার যোগ্যতা কী?
আবেদনকারীকে ভারতের নাগরিক ও ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ন্যূনতম নবম শ্রেণি পাশ করতে হবে । - সর্বোচ্চ ঋণের পরিমাণ কত?
সর্বোচ্চ ₹১০,০০,০০০ (কোল্যাটারাল-মুক্ত) ঋণ পাওয়া যায় । - সুদের হার কত?
বার্ষিক সরল সুদ ৪%। - মেয়েদের জন্য কোনো অতিরিক্ত সুবিধা আছে?
নারীদের জন্য ০.৫% সুদে রিবেট, অর্থাৎ ৩.৫% সুদে ঋণ পাওয়া যায় । - পুরুষ শিক্ষার্থীদের জন্য কী কোনো রিবেট আছে?
পড়াশোনা চলাকালে সুদ পরিশোধ করলে ১% অতিরিক্ত রিবেট । - মার্জিন মানি কত?
- ₹৪ লক্ষ পর্যন্ত: ০%
- ₹৪ লক্ষ–₹১০ লক্ষ: ৫% ।
- ঋণ পরিশোধের সময়সীমা কী?
সর্বোচ্চ ১৫ বছর, যার মধ্যে ১ বছর মরাটোরিয়াম । - লাইফ ইনস্যুরেন্স সুবিধা আছে?
ঋণের সমপরিমাণ জীবন বীমা কভারেজ; প্রিমিয়াম ঋণ থেকে কর্তন করা হয় । - উদ্দেশ্য কি?
টিউশন ফি, হোস্টেল ভাড়া, পরীক্ষার ফি, গ্রন্থাগার ফি, গ্রন্থ ক্রয়, ল্যাপটপ ও অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ কাভার করা হয় । - কোন ব্যাংক ঋণ দেয়?
রাজ্য ও জেলা সমবায় ব্যাংক, স্বীকৃত সরকারি/বেসরকারি ব্যাংক থেকে । - কো-আবেদনকারী প্রয়োজন?
অবশ্যই একজন অভিভাবক/গার্ডিয়ানকে কো-আবেদনকারী হিসেবে সেট করতে হবে। - আবেদন শুরু করার অনলাইন লিংক?
https://wbscc.wb.gov.in/ । - কত সময়ে ঋণ স্যান্কশন হয়?
সাধারণত ২–৪ সপ্তাহের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হয় (ব্যাংকের নির্ধারিত সময় অনুসারে)। - আবেদন ফি আছে?
কোনো আবেদন ফি নেই; সম্পূর্ণ ভাবে ফ্রি। - ফর্ম কীভাবে পূরণ করতে হয়?
“Student Registration” ও “Apply for Loan” ফর্ম অনলাইনে পূরণ করে । - প্রয়োজনীয় নথিপত্র কী কী?
আধার/পরিচয়পত্র, জাতীয়করণ শংসাপত্র, ভর্তির রসিদ, ব্যাংক পাসবুক কপি । - আবেদন স্ট্যাটাস কীভাবে দেখব?
“Application Status” পেজে Student ID ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে। - অনলাইনে OTP যাচাই প্রয়োজন?
হ্যাঁ, মোবাইলে পাঠানো OTP যাচাই করতে হবে। - বিদেশে পড়াশোনা করলে আবেদন করা যাবে?
হ্যাঁ, ভারত ও বিদেশ উভয় ক্ষেত্রে আবেদন করা যায় । - ডিস্ট্যান্স মোডে পড়াশোনা করলে কি যোগ্য?
না, ডিস্ট্যান্স/অনলাইন কোর্সে যোগ্য নয় । - স্কীমে মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত?
হ্যাঁ, সমসম্মানিত মাদ্রাসা কোর্সে পড়া শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। - SNF অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কী সুবিধা?
SNF (Student Negotiation Forum)-এর কোনও সুবিধা যুক্ত নেই; শুধুমাত্র ঋণ সুবিধা। - বয়সসীমা প্রসঙ্গ?
সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর । - ঋণ বিতরণের মাধ্যম?
সরাসরি শিক্ষক ভর্তি প্রতিষ্ঠান কিংবা শিক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান । - ইন্টারেস্ট সার্ভিস কনসেশন?
পড়াশোনা চলাকালে সুদ পরিশোধ করলে পুরস্কৃত রিবেট । - কারেন্সি এক্সচেঞ্জ ফি অন্তর্ভুক্ত?
না, সরকারিভাবে অন্তর্ভুক্ত নয় । - বিদেশে বিশ্ববিদ্যালয় খুঁজে আবেদন?
আবেদন পোর্টালে দেশ ও বিশ্ববিদ্যালয় নাম বেছে নিতে হয় । - অনলাইনে কমিউনিকেশন?
ইমেইল: support-wbscc@bangla.gov.in; হেল্পলাইন: 1800-102-8014 । - আবেদন ফর্মে ছবি প্রয়োজন?
পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে । - অন্যান্য চার্জ আছে?
কোনো অতিরিক্ত চার্জ নেই । - স্কিমের মেয়াদ?
চলমান; প্রতিবার আবেদন খোলা রেখে সরকার ঘোষণা করে । - বহিরাগত শিক্ষার্থী যোগ্য?
না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারা যোগ্য । - ডেটেন্ট ফি কনভার্সন?
দেরিতে আবেদন করার জন্য কোনো আলাদা ফি নেই । - EMI পরিকল্পনা?
অনলাইন EMI ক্যালকুলেটর নেই; ঋণ পরিশোধের জন্য ব্যাংকের সঙ্গে আলোচনা করতে হবে । - ঋণ প্রারম্ভিক নথি কপি?
Acknowledgement Slip প্রিন্ট করে রাখুন । - পুরনো তথ্য পরিবর্তন?
আবেদন ফেরত গেলে “Edit Application” করে পরিবর্তন করতে হবে । - স্কীমের বাজেট কী?
রাজ্য সরকারের বার্ষিক বাজেট থেকে বরাদ্দ করা হয় । - ক্লেইম সেটেলমেন্ট?
ব্যাংকে নির্ধারিত শর্ত পূরণের পর ঋণ নিষ্পত্তি হয় । - গ্রেডিয়েন্ট রেটিং?
কোনো গ্রেডিয়েন্ট পদ্ধতি নেই; সুদের হার স্থির ৪% । - বিনিয়োগকারী কি?
বিনিয়োগকারী হলো রাজ্য সরকারের Higher Education Dept.। - স্কীমের আপডেট কোথায় পাব?
সরকারিভাবে পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । - গ্রিয়াভেন্স রিজল্যুশন?
রাজ্য গ্রিয়াভেন্স সেল মাধ্যমে যোগাযোগ করতে হবে । - বিদ্যাপীঠের অংশগ্রহণ বাধ্যতামূলক?
না, სურვামতো যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবেদন । - সাব-স্কীম আছে?
বিশেষ কোনো সাব-স্কীম নেই; মূলই একমাত্র স্কীম । - প্রিভিউ মোড আছে?
ফর্ম সাবমিশনের আগে পূরণকৃত তথ্য সংশোধন করতে Preview আছে । - কোর্স ফি ভ্যারিয়েশন?
কোর্স অনুযায়ী পরিমাণ নির্ধারিত; সর্বোচ্চ ₹১০ লক্ষ পর্যন্ত সম্ভব। - ইন্টার-est ক্যালকুলেটর?
সরকারিভাবে সরবরাহিত নয়; বিষয়ভিত্তিক গণনা নিজে করতে হবে । - টেকনিক্যাল সহায়তা?
ইমেইল বা হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করুন । - স্কিম রিভিউ?
প্রতি বছর রিভিউ করে সরকারের উচ্চশিক্ষা বিভাগ আপডেট করে ।
Read More : Khadya Sathi 2025 : আমার বাংলা, আমার রেশন কার্ড
wbindia.in—A portal providing comprehensive information on various government schemes and welfare programs in West Bengal.
khadyasathi.in—Official portal for food and ration services in West Bengal under the Khadya Sathi scheme.
rationcardindia.com—Nationwide informational site offering details on ration card status, application, and updates for all Indian states.
banglastudentcreditcard.in—Dedicated portal for the Student Credit Card Scheme, offering financial aid to West Bengal students pursuing higher education.
purihotelbooking.co.in—A travel guide and resource for booking hotels in Puri, Odisha, especially for tourists and pilgrims.
banglashasyabima.net.in—Government portal for the Bangla Shasya Bima crop insurance scheme in West Bengal, supporting farmers.
firsthomeownergrants.com—Official Australian website offering information on the First Home Owner Grant for eligible property buyers.
regochecker.com—A tool to instantly check vehicle registration details, history, and status in Australia, ensuring quick and reliable access to motoring records.
Calculate your credit card interest easily with our free tool – Credit Card Interest Calculator
Verified Portals for Public Interest
- 1stHEADLINE.COM — Stay updated with top news, entertainment, and current affairs. Trusted journalism meets verified updates.
- MYTAMPANOW.COM — Local Tampa news and community stories. Your city, your headlines.
- EDPTRAININGS.IN — EDP and PMEGP training resources designed for entrepreneurs across India.
- 99FABRICS.IN — Premium supplier of lining, canvas, and jute materials trusted by garment professionals.
- WBINDIA.IN — Easy access to simplified updates on Central and State Government welfare schemes.
- KHADYASATHI.IN — Official West Bengal food and ration services portal for citizens.
- RATIONCARDINDIA.COM — Nationwide guide to ration card details, status updates, and EPDS services.
- EPDS2.RATIONCARDINDIA.COM — Reliable access point for public distribution and ration services.
- BANGLASTUDENTCREDITCARD.IN — State-backed education loan details for students in West Bengal.
- PURIHOTELBOOKING.CO.IN — Discover and book verified hotels and accommodations in Puri, Odisha.
- BANGLASHASYABIMA.NET.IN — Accurate details on crop insurance and benefits for West Bengal farmers.
- FIRSTHOMEOWNERGRANTS.COM — Helping first-time buyers in Australia with home grants and property insights.
- REGOCHECKER.COM — Quick car registration and history checks for Australian vehicle owners.
- USAFEDERALGRANTS.COM — Federal grant programs and financial aid opportunities in the United States.
- CARDYATRA.COM — India’s go-to platform for comparing credit cards, offers, and financial products.
- PMEGPEPORTAL.COM — A transparent source for checking your PMEGP loan status and progress.
- BESTUSCARACCIDENTLAWYERS.COM — Find trusted legal professionals specializing in car accident claims across the US.
